ভোটকেন্দ্রে সিল মারার খবরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ

Looks like you've blocked notifications!

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার একটি ভোটকেন্দ্রে আজ মঙ্গলবার রাতে ব্যালট পেপারে সিল মারার খবরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছে।

এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাজিতপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা নৌকা প্রতীকে ব্যালট পেপারে সিল মারছে- এমন খবর ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা কেন্দ্রটি ঘেরাও করেন। তখন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর লোকজনের সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের সংঘর্ষে খলিল, জলিল ও আবুল নামের তিনজন আহত হন।

এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ব্যালট পেপারে সিল মারার বিষয়টি ঠিক নয়। রাত ৯টার দিকে আওয়ামী লীগের কর্মীরা নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে আওয়ামী লীগের কর্মীরা ব্যালটে সিল মারছে। তখন বিএনপিকর্মীরা এলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজনকে আটক করা হয়।

বাজিতপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন আশরাফ। তাঁর ভাই আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আফজাল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘কেন্দ্রের ভেতরে সিল মারার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত ঘটনা হচ্ছে নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আমাদের চার কর্মী আহত হয়েছে।’