চট্টগ্রামে দুটি কেন্দ্রে ভোট স্থগিত
আগাম সিল মেরে ব্যালট পেপার ঢোকানোর ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্নি এ তথ্য জানিয়েছেন।
ওই কেন্দ্র দুটি হলো গাছবাড়িয়া স্কুল ও আফলাতুন কেন্দ্র।
চন্দনাইশ ছাড়াও দেশের আরো কয়েকটি স্থানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্র, কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।