দুই উদ্দেশ্যে হত্যাযজ্ঞ : আমু
একাত্তরের মানবতাবিরোধীদের বিচার বানচাল করা এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা-এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে ‘হত্যাযজ্ঞ’ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ‘অপশক্তিকে’ প্রতিহত করার আহ্বান জানান।
আজ রোববার দুপুরে রাজশাহী বিসিক শিল্প নগরীতে নিটল-নিলয় গ্রুপের বাংলাদেশের প্রথম হিউম্যান হলার তৈরির কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, ‘হরতাল-অবরোধের নামে হত্যাকাণ্ড চালিয়ে ২০-দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো নেত্রীর বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত। খালেদা জিয়া জানেন, এই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই এই আন্দোলন।’
রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, ‘রাজশাহীর উন্নয়নের প্রতি সরকারের একটি আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। সরকার এ অঞ্চলের শিল্প-সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্রুত আর্থ-সামাজিক অগ্রগতি তরান্বিত করতে চায়। এ লক্ষ্যে ৩০ একর জমির ওপর রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাবসংবলিত ডিপিপি এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। সেই মোতাবেক এখন ৩০ একরের বদলে ৫০ একর জমির ওপরে ১৩২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ৩০৮টি নতুন শিল্পপ্লট তৈরি হবে, যার মাধ্যমে পাঁচ হাজার নতুন লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।’
আমির হোসেন আমু বলেন, ‘টাটা মোটরস-এর সহযোগিতায় এটিই রাজশাহীতে প্রথম মোটর শিল্পপ্রতিষ্ঠান। কারখানাটির মোট ব্যয় ২০ কোটি টাকা। এখান থেকে বছরে ৪০ হাজার টেম্পো বডি তৈরি হবে। এর ফলে প্রত্যক্ষভাবে বহু লোকের কর্মস্থানের সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশের আটোমোবাইল শিল্প খাতে নতুন মাত্রা সংযোজন করবে।’
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য আয়েন উদ্দিন, সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান আহম্মদ হোসেন খান, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
এ ছাড়া এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দেশের বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী হিউম্যান হলার তৈরির কারখানা উদ্বোধন ও পরিদর্শন করেন।