গাংনী পৌর নির্বাচন

জাল ভোট দেওয়ায় দুই কিশোরকে জরিমানা

Looks like you've blocked notifications!
জাল ভোট দেওয়ার অপরাধে গাংনীতে দুই কিশোরকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই কিশোরকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুই কিশোর হলো মালসাদহ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাকিব (১৬) ও আক্তারুজ্জামান (১৭)। 

আজ বুধবার দুপুর ১২টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান এই জরিমানা করেন। 

এর আগে সকাল সাড়ে ৯টার সময় গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাসেল (১৭) নামে একজনকে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরেন ভ্রাম্যমাণ আদালত। রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান জানান, দুপুরে গাংনী পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে দুই কিশোর জাল ভোট দেওয়ার সময় পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে জরিমানা করা হয়। 

এদিকে নির্বাচনী এলাকা পরিদর্শনে আসেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার হামিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।