মৌলভীবাজারে মৃত দুই নেতার নামে গ্রেপ্তারি পরোয়ানা

Looks like you've blocked notifications!

পুলিশের ওপর হামলার মামলায় মৌলভীবাজারে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহম্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কাজী বাহাউদ্দিন নাসিমের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এঁদের মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই মৃত নেতাও আছেন।   

মৌলভীবাজার কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল হাই জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আরো রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আলহাজ মতিন বক্স প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতৃত্বাধীন মৌলভীবাজার জেলা ২০ দলীয় ঐক্যজোট শহরে কালো পতাকা মিছিল বের করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই রাতে মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মিয়া বাদী হয়ে ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ওই মামলায় এসআই মিজান চলতি বছরের ৩০ জুলাই মৌলভীবাজার আদালতে ১১৮ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

ওই অভিযোগপত্রে ৫৪ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত ছাত্রদলকর্মী বাবলু ওরফে মিলাদ এবং ৮১ নম্বর আসামি হিসেবে রয়েছেন শিবির নেতা অ্যাডভোকেট কবির আহমেদ।

এর মধ্যে বাবুল বছর দুয়েক আগেই মৃত্যুবরণ করেন আর অ্যাডভোকেট কবির আহমেদ কাছাকাছি সময়েই সড়ক দুর্ঘটনায় মারা যান।

মৃত ব্যক্তির নামে মামলা, অভিযোগপত্রে নাম থাকা নিয়ে এরই মধ্যে স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়।