সাতক্ষীরা প্রেসক্লাব থেকে বিএনপির ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিমসহ অন্যরা। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। ছবি : এনটিভি

সাতক্ষীরা প্রেসক্লাবে নবনির্বাচিত পৌর মেয়রের মতবিনিময় সভার আগমুহূর্তে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিমসহ ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবে ঢোকার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নতুন মেয়রের মতবিনিময় সভা স্থগিত হয়ে যায়। নবনির্বাচিত মেয়র জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ চিশতি মাই টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সহযোগী সদস্য।

গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামু, বিএনপিকর্মী মো. আলাউদ্দিন, যুবদলকর্মী মানিক ও সাতক্ষীরা পৌরসভার কর্মচারী মহসীন আলী।

আজ বেলা ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি, দলের সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে আসেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি নেতা আবদুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীসহ এক ডজনেরও বেশি নেতা-কর্মী ছিলেন। তাঁরা অন্য নেতাদের অপেক্ষায় প্রেসক্লাব চত্বরে বসে গল্প করছিলেন। এ সময় সাদা পোশাকধারী একদল পুলিশ প্রেসক্লাব চত্বর ঘিরে ফেলে। মতবিনিময় সভায় যোগ দিতে আসা নেতাদের প্রেসক্লাবের গেটের সামনে থেকে এক এক করে গ্রেপ্তার করতে থাকে পুলিশ। আতঙ্কে বিএনপি নেতা-কর্মীরা রাস্তার দিকে ছোটাছুটি শুরু করেন। তাঁদের অনেকে প্রেসক্লাবের পেছনের দরজা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ধরপাকড়ের মুখে শেষ পর্যন্ত মতবিনিময় না করেই ফিরে যান নেতা-কর্মীরা। একাধিক সাংবাদিককে রাস্তা থেকে ধরে পরিচয় জেনে ছেড়ে দেয় পুলিশ।

তবে নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি প্রেসক্লাবেই থাকেন। তিনি এই গ্রেপ্তার অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০১৪ সালের নাশকতা প্রস্তুতির একটি মামলা রয়েছে। সেসব মামলায় তাঁরা পলাতক ছিলেন। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।