কুষ্টিয়ায় রাতেই নৌকায় সিল মারা হয় : বিএনপি
কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনে বিভিন্ন অনিয়ম জালিয়াতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
আজ শুক্রবার বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কুষ্টিয়া সদর পৌরসভার বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী কুতুব উদ্দিন আহমেদ।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় রাতেই ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখা হয়। ভোটের দিন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করা হয়েছে। এসব নিয়ে প্রশাসনের কর্তাদের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তাঁরা।