বাজারের ব্যাগে মানুষের মাথা, বিচ্ছিন্ন দেহ মাঠে
কুষ্টিয়ার সদর উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পেছন থেকে এক ব্যক্তির খণ্ডিত মাথা উদ্ধার করা হয়েছে। পরে আরো আড়াই কিলোমিটার দূর থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার বালিয়াপাড়া-আলমপুর স্কুল অ্যান্ড কলেজের পেছনের গেটের সামনে থেকে কাটা মাথাটি উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে দূরে একটি মাঠ থেকে মাথাবিহীন দেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ফিরোজ প্রামাণিক। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পূর্ব আব্দুলপুর গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিন প্রামানিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, ফিরোজ প্রামাণিকের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাঁকে মাঠে হত্যা করে মাথা ও দেহ আলাদা আলাদা স্থানে ফেলে যায় ঘাতকরা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠানটির পেছনের গেটের সামনে একটি ছোট প্লাস্টিকের ব্যাগে মাথাটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে সেখান থেকে আড়াই কিলোমিটর দূরে বাবলাতলা মাঠ থেকে তাঁর মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ফিরোজের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, খণ্ডিত মাথাটির মুখে একটি চিরকুট লাগানো ছিল। সেখানে একটি মোবাইল ফোনের নম্বর ছিল। তদন্তের স্বার্থে নম্বরটি গোপন রাখা হয়েছে।
এসপি আশা প্রকাশ করে বলেন, শিগগিরই এই রহস্য উদঘাটন করা হবে।