নিপাহ ভাইরাস সম্পর্কে জানলেন গাছিরা

Looks like you've blocked notifications!
পাবনা পুলিশ লাইন মাঠে প্রায় দুই হাজার গাছিকে নিপাহ ভাইরাস সম্পর্কে অবহিত করেন স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা। ছবি : এনটিভি

খেজুরের রস কাঁচা পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। গত ১৪ বছরে সারা দেশে ২৯৮ জন মানুষ খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এদের মধ্যে ২৩০ জনই মারা গেছে; যাদের চারজন পাবনার চাটমোহরের বাসিন্দা।

গতকাল শনিবার পাবনার পুলিশ লাইন মাঠে প্রায় দুই হাজার গাছিকে  নিপাহ ভাইরাস সম্পর্কে অবহিত করেন স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা।

পাবনার সিভিল সার্জন শহিদ মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, স্বাস্থ্য বিভাগের রোগনিয়ন্ত্রণ ও সিডিসি লাইন পরিচালক আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, পাবনা সদরের স্বাস্থ্য কর্মকর্তা হারুনার রশিদ, সুজানগরের স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, চাটমোহরের স্বাস্থ্য কর্মকর্তা  মঞ্জুরা রহমান, চিকিৎসা কর্মকর্তা শিউলি রানী সাহা, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ প্রমুখ।