সিইসির বিচার হবে : অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘গোলাম আযমের যেভাবে ট্রায়াল হয়েছে যুদ্ধাপরাধের জন্য, সিইসিরও (প্রধান নির্বাচন কমিশনার) ট্রায়াল হবে আগামী দিনে; মানবাধিকার হরণ করার জন্য এবং জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য, জনগণের ওপর নির্যাতন করার জন্য।’
আজ রোববার চট্টগ্রাম নগরীর লালদীঘির পূর্বপাড়ে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে অলি আহমদ এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, ‘এই এক ব্যক্তির কারণে আজকে সমগ্র বাংলাদেশ এক হুমকির মুখে।’
সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ‘বাংলাদেশ যে আজ স্বাধীন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তা অনুভব করতে পারছি না। আমি মনে করি আমি একজন পরাধীন ব্যক্তি ব্রিটিশ আমলে যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম, এখন আওয়ামী লীগের গোলাম হয়ে এ দেশে বসবাস করছি।’
অলি আহমদ আরো বলেন, ‘সাম্প্রতিক সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি এরশাদ সরকারকেও হার মানিয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী, আবু সুফিয়ান, এলডিপি নেতা কফিল উদ্দিন।