বেড়ায় ৩০ লাখ টাকা মূল্যের শিক্ষা উপকরণ বিতরণ

Looks like you've blocked notifications!
পাবনার বেড়া উপজেলায় গতকাল শনিবার সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি : এনটিভি

পাবনার বেড়া উপজেলায় ৩০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এলজিএসপি-২ প্রকল্পের আওতায় গতকাল শনিবার উপজেলার ধোবাখোলা করনেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

পাবনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. আবদুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুন নাহার সুমী, এলজিএসপি-২ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মনিরুজ্জামান।

অনুষ্ঠানে ২১টি বিদ্যালয়ে ৬৭টি সেলাই মেশিন, ১৫০টি ফ্যান, ২১টি শিক্ষামূলক বই, পাঁচটি আলমারি, ২২টি টিউবঅয়েল, ২০০টি স্প্রে মেশিন, বৈজ্ঞানিক উপকরণসহ ৩০ লাখ টাকা মূল্যের ২১ ধরনের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেড়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, সাংবাদিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।