পৌরসভার সড়কে ধানগাছ পুঁতে প্রতিবাদ
পাবনার ঈশ্বরদী-পাকশী ইপিজেড সড়কে ধান ও কলাগাছ পুঁতে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় লোকজন। সড়কটি মেরামতের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
স্থানীয় লোকজন জানান, গুরুত্বপূর্ণ ঈশ্বরদী-পাকশী ইপিজেড সড়ক দীর্ঘদিন ধরে মেরামত করা হচ্ছে না। এ কারণে সড়কের বিভিন্ন স্থানে পিচ, ইট উঠে মাটি বের হয়ে গেছে। সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবিতে আজ সোমবার সকালে সাড়া গোপালপুর এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সড়কে মানববন্ধন করা হয়। ক্ষুব্ধ লোকজন এ সময় ভাঙা সড়কে পানি ঢেলে ধান ও কলাগাছ রোপণ করেন।
মানববন্ধনের সময় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, সেলিম সরদার, সিপিবির নেতা কমরেড রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা সোহেল রহমান, শ্রমিক নেতা বাচ্চু হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঈশ্বরদীর সব সড়কের উন্নয়ন করা হলেও ঈশ্বরদী-পাকশী ইপিজেড সড়কটির উন্নয়ন করা হয়নি। ফলে ঈশ্বরদী ইপিজেড, পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস, রূপপুর পারমাণবিক প্রকল্পসহ ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলের নানা ধরনের যানবাহন ও সাধারণ মানুষ এবং দূরপাল্লার যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। এ অবস্থা হওয়া সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ সড়কটি মেরামত করেনি।
এসব কর্মসূচি চলাকালে সড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।