নওগাঁয় আমন চাল সংগ্রহ শুরু
নওগাঁয় আমন মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। জেলায় মোট ১৩ হাজার ৭০ টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সামনে রেখে নওগাঁ সদর খাদ্যগুদামে গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়েছে।
রোববার দুপুর ১২টায় নওগাঁ সদর খাদ্যগুদামে আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল মালেক। উদ্বোধন অনুষ্ঠানে ফজলুর রহমান মোল্লার কাছ থেকে ১৫ টন চাল ক্রয় করে এই মৌসুমের চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার প্রামাণিক, নওগাঁ জেলা মিল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, সদর উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পলাশসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় মিল মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার ১৯টি খাদ্যগুদামের মধ্যে নওগাঁ সদর উপজেলা খাদ্যগুদামে সংগ্রহ করা হবে পাঁচ হাজার ৩৭১ টন চাল।