আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

Looks like you've blocked notifications!
যান্ত্রিক ত্রুটির কারণে আজ সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন। ছবি : এনটিভি

আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল ৯টা থেকে যান্ত্রিক ক্রুটির কারণে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের এক হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হবে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম জানান, আজ সকালে সার কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে লিকেজ দেখা দেয়। এতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। লিকেজ মেরামত করে সার উৎপাদন চালু করতে তিন-চারদিন সময় লাগবে বলে জানান তিনি।

এ নিয়ে গত এক মাসে বিভিন্ন সমস্যায় আশুগঞ্জ সার কারখানায় ছয়বার উৎপাদন বন্ধ হলো। 

তবে উৎপাদন বন্ধ হওয়ার কারণে সার কারখানার কমান্ডভুক্ত সাত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কারখানাটির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. হাবিবুর রহমান। তিনি জানান, বর্তমানে কারখানায় নিজস্ব ১৬ হাজার টন সার এবং আমদানি করা ২১ হাজার টন সার মজুদ রয়েছে।