পেট্রলবোমা হামলার আসামি শিবির নেতার লাশ উদ্ধার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা ছাত্রশিবিরের সহসভাপতি লাভলু শাহের লাশ উদ্ধার করা হয়েছে। গত ১৩ জানুয়ারি মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় প্রধান আসামি ছিলেন তিনি।
পুলিশ দাবি করেছে, ওই মহাসড়কে বলদিপুর এলাকায় গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় দুর্বৃত্তদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এরপর ভোরে ওই স্থান থেকে লাভলু শাহের লাশ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। ওই এলাকা থেকে চারটি পেট্রলবোমা ও দুটি ককটেল উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে বলেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুরে সন্ত্রাসীরা গাছ কেটে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে টহল পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে ১৭ রাউন্ড গুলি ছোড়ে এবং একপর্যায়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ভোরের দিকে ঘটনাস্থলের পাশে একটি ডোবা থেকে স্থানীয় বাসিন্দারা লাভলু শাহ্ নামে এক শিবির নেতার লাশ উদ্ধার করে।’
নিহত লাভলু শাহ্ পেট্রলবোমা হামলা মামলার প্রধান আসামি উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘সে পুলিশের গুলিতে নিহত হয়নি।’