মেহেরপুরে বাল্যবিবাহের দায়ে মেয়ের বাবার জেল

Looks like you've blocked notifications!

মেহেরপুর সদর উপজেলার বাল্যবিবাহেরর দায়ে মেয়ের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেল ৩টায় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা শাহিনুজ্জামান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাতদিনের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানাও করেছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান জানান, ১৫ দিন আগে শালিকা গ্রামের মিজানুর রহমান তাঁর স্কুলপড়ুয়া মেয়ে মেরিনাকে (১৩) গাংনী উপজেলার আযান গ্রামের মতিয়ার রহমানের ছেলে মারুফের সঙ্গে গোপনে বিয়ে দেন।

গতকাল রোববার সকালে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত মেয়ের বাড়িতে উপস্থিত হন। এ সময় পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে আজ দুপুরে মেয়ের বাবা আত্মসসমর্পণ করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড দেন। মিজানুর রহমানকে সদর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরও যদি বাল্যবিবাহ দেওয়া হয় তাহলে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তি দেওয়া হবে।