ঝিনাইদহে যুবলীগকর্মীকে কুপিয়ে আঙুল কর্তন
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রানা (২৩) নামের ওই যুবলীগকর্মীর কয়েকটি আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। রানা শহরের কাঞ্চনপুরের বাসিন্দা।
রানার ভাই লিটন জানান, ব্যক্তিগত কাজে রানা হামদহ এলাকার আল-ফালাহ হাসপাতাল এলাকায় যান। ফেরার পথে রাত পৌনে ৯টার দিকে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে। পথচারীরা রানাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। রানার মুখে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। হাতের কয়েকটি আঙুলও কাটা পড়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক দেবাশিষ রায় বলেন, ‘রানার রক্তপাত বন্ধ হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’
সদর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, রানাকে দুর্বৃত্তরা আল-ফালাহ হাসপাতালের পশ্চিম দিকে কুপিয়ে জখম করেছে। তবে রানার অবস্থা আশঙ্কামুক্ত বলে দাবি করেছেন তিনি।