জমি নিয়ে বিরোধে যুবদল নেতা খুন
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছেন যুবদল নেতা। সদর উপজেলার রাধানগর গ্রামে গতকাল সোমবার সকালে ভাইদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে দায়ের কোপে গুরুতর আহত হন নাসির উদ্দীন বিশ্বাস (৪১)। এর পর ওই দিন দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
নাসির উদ্দীন বিশ্বাস সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে তাঁর লাশ ঝিনাইদহে পৌঁছাতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাগান্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন বলেন, রাধানগর গ্রামের জালাল উদ্দীন বিশ্বাসের আট ছেলে। জমিজমা বণ্টন নিয়ে ছেলেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গতকাল সকাল ১০টার দিকে বাকবিতণ্ডা শুরু হলে বড় ভাই আবদুর রশিদ, লুৎফর রহমান ও আবদুল ওহাব এবং তাঁদের ছেলেরা জোটবদ্ধ হয়ে নাসির উদ্দীনকে মারধর করে। একপর্যায়ে তারা তাঁর মাথায় ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বদিউর রহমান বলেন, গুরুতর আহতাবস্থায় নাসিরকে প্রথমে ঝিনাইদহ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই।