আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র

উৎপাদনে ফিরেছে পাঁচ ইউনিট, বন্ধ চারটি

Looks like you've blocked notifications!

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের নয়টি ইউনিটের মধ্যে পাঁচটি ইউনিট রাতে উৎপাদনে ফিরেছে। এতে আশপাশের কয়েকটি জেলায় লোডশেডিং কমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনো বন্ধ রয়েছে চারটি ইউনিট।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিকট শব্দে বিদ্যুৎকেন্দ্রের চালু সব কটি ইউনিট একসাথে বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৮১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। কেন্দ্রটিতে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম রাত সাড়ে ১১টার দিকে এনটিভি অনলাইনকে জানান, পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট উৎপাদনে ফিরেছে। এর মধ্যে তিনটি ১৫০ ইউনিটের এবং দুটি ৫০ ইউনিটের। অর্থাৎ মোট ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর ফলে আশপাশের জেলায় লোডশেডিং কমতে শুরু করেছে। 

বন্ধ থাকা বাকি চারটির উৎপাদনক্ষমতা ২৬০ মেগাওয়াট। এগুলোও সকালের মধ্যে  উৎপাদনে ফিরবে বলে আশা প্রকাশ করেন ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানান, সার্কিট ব্রেকারের ত্রুটির কারণে এগুলো বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন।