পঞ্চগড়ে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৪ জন আটক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা জামায়াতের সেক্রেটারি খাদেমুল ইসলামসহ (৪৫) দলটির চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আটোয়ারী উপজেলা সদরের ফকিরগঞ্জ বাজারসংলগ্ন জামায়াত নেতা মজিবর রহমানের বাড়ি থেকে পুলিশ তাঁদের আটক করে।
এ সময় তাঁদের কাছ থেকে জামায়াতের সদস্য ভর্তি ফরম, চাঁদা আদায়ের রশিদ বইসহ বেশ কিছু ধর্মীয় পুস্তক উদ্ধার করে পুলিশ।
আটক অন্যরা হলেন আটোয়ারীর তোড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মজিবর রহমান (৪০), জামায়াত কর্মী মো. আশিকুল্লাহ (৬০) ও জাহাঙ্গীর আলম (৪২)।
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাফ্ফর হোসেন জানান, জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা নিয়ে মজিবর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে তাঁর নেতৃত্বে আটোয়ারী থানার পুলিশ মজিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।