ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

ইতিহাস বিকৃত করার অধিকার খালেদা জিয়ার নেই

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানুষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি করার অধিকার দিলেও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করার অধিকার দেওয়া দেয়নি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মুক্তমঞ্চে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ৭১ সালে ক্যান্টনমেন্টে ছিলেন। তিনি কী করে জানবেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছে। তাই তিনি বলেছেন যুদ্ধে এত লোক মারা যায়নি।’

১৯৭৫-পরবর্তী সময়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে সময় কেউ জানত না, কাল কে দেশ চালাবে। এক জেনারেল এসে আরেক জেনারেলকে নামিয়ে দিত। এখন জেনারেলদের মাধ্যমে সরকার বদল হয় না। শেখ হাসিনার নেতৃত্বে এখন নির্বাচনের মাধ্যমে সরকার বদল হয়।’

কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম জি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মকবুল হোসেন।

এর আগে মন্ত্রী পৌর এলাকার শীতলপাড়ার ৩১ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এবং ১০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।