ঝিনাইদহে শিশু সৌরভ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু সৌরভ দাসের (৫) হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, শিবুপদ বিশ্বাস ও নিহত সৌরভ দাসের বাবা বলাই দাস ওরফে বাবু দাস বক্তব্য দেন। সমাবেশ শেষ করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তাঁরা।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর উপজেলার খোর্দ্দরায় গ্রামের বলাই দাসের পাঁচ বছরের শিশু ছেলে সৌরভ দাস অপহৃত হয়। এর পরের দিন ২৮ ডিসেম্বর দুপুরে গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।