১৬ দিন পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে ১৬ দিন বন্ধ থাকার পর আজ বুধবার খুলেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে ক্লাস ও পরীক্ষা।
গত ১৯ ডিসেম্বর দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় লাঠি আর ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নতুন করে সংঘর্ষ এড়াতে ওই দিনই বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য শীতের ছুটি এগিয়ে এনে ৫ ডিসেম্বর পর্যন্ত ইবি বন্ধ ঘোষণা করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহাবুবুর রহমান জানান, ১৬ দিন বন্ধ থাকার পর আজ ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলগুলো খুলে দেওয়া হয়। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে। সকাল ১০টা থেকেই যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে নতুন করে কোনো সংঘর্ষের আশঙ্কা নেই বলেও জানান প্রক্টর।
তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।