মেহেরপুর পৌর কলেজে আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন

Looks like you've blocked notifications!
মেহেরপুর পৌর কলেজে দ্বিতলবিশিষ্ট আইসিটি ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন (মধ্যে)। ছবি : এনটিভি

মেহেরপুর পৌর কলেজে নির্মিত দ্বিতলবিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ফলক উন্মোচন করেন।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ‘ছহিউদ্দীন আইসিটি ভবন’।

ফলক উন্মোচনের পর কলেজে আয়োজিত এক আলোচনা সভায় অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন  মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম সোলাইমান আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক উপদেষ্টা আতাউল হাকিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।