বাহাদুর হওয়ার ঘোষণা থামাল ফায়ার সার্ভিস
৮০ ফুট উঁচু একটি মেহগনি গাছের মগডালে উঠেছিলেন মানসিক প্রতিবন্ধী এক যুবক। গাছের চড়েই তিনি নিচে লাফ দিয়ে বাহাদুর হওয়ার ঘোষণা দেন।
শেষ পর্যন্ত বাহাদুর হতে পারলেন না ওই যুবক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে গাছ থেকে নামাতে পেরেছেন। এখন তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ জেলা শহরের কাঞ্চনপুর গ্রামের একটি মেহগনি গাছ থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। ঝিনাইদহ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মো. মিয়ারাজ উদ্দিন আজ বুধবার সন্ধ্যায় এ খবর জানিয়েছেন।
মিয়ারাজ উদ্দিন বলেন, কাঞ্চননগরের মৃত. গোলাম মোস্তফার ছেলে মো. হামিদুল ইসলাম (২৫) মানসিক রোগী। হামিদুল আজ সকাল ৮টার দিকে বাড়ির কাছে ৮০ ফুট লম্বা বিশাল একটি মেহগনী গাছে উঠে চিৎকার শুরু করে দেন। এ সময় সেখানে শত শত মানুষ জড়ো হন। খবর পেয়ে তাঁরা যান এবং নানা কৌশলে পাঁচ ঘণ্টা পরে তাঁকে নিচে নামাতে সক্ষম হন। এরপর তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামিদুলকে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. খলিল আহম্মেদ বলেছেন, শীত মৌসুমে এলাকায় মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। যে কারণে জেলার সব ফায়ার স্টেশনকে সতর্ক রাখা হয়েছে।