সিরাজগঞ্জে পেট্রলবোমা ছোড়ার সময় আটক ১

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জে ট্রাকে পেট্রলবোমা ছোড়ার সময় আফজাল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম জানান, তিনজন সন্ত্রাসী ঝাঐল ওভারব্রিজের কাছে একটি চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। তবে পেট্রলবোমাটি ট্রাকে না লেগে মাটিতে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় সেখানে থাকা গ্রামবাসী ওই তিনজনকে ধাওয়া দিলে দুজন পালিয়ে যায়। কিন্তু আফজাল পালাতে না পারলে তাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক আফজাল হোসেনের বাড়ি বেলকুচি উপজেলার সগুনা নতুনপাড়া গ্রামে।