ময়মনসিংহে ঢিলেঢালা হরতাল, একজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে জামায়াতের ডাকা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সকাল থেকেই গন্তব্যের উদ্দেশে টার্মিনাল ছেড়ে যাচ্ছে পরিবহন। ছবি : এনটিভি

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। তবে হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার সকালে জামায়াত-শিবিরকে শহরের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

এদিকে গতকাল বুধবার দিবাগত রাতে মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আজাহারুল ইসলাম শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, শাহীনকে মুক্তাগাছা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা রয়েছে।

এদিকে, হরতালে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট সময় বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকার পথেও বাস চলাচল ছিল স্বাভাবিক। সময়মতো স্টেশন ছেড়ে গেছে ট্রেন।

এ ছাড়া আজ বৃহস্পতিবার সকালে শহরের প্রধান প্রধান সড়কের পাশে অবস্থিত দোকানগুলো বন্ধ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।