ঝিনাইদহে নিজ চেম্বারে হোমিও চিকিৎসক খুন
ঝিনাইদহ সদর উপজেলার হালুহাটী গ্রামের বেলেখাল বাজারে বৃহস্পতিবার দুর্বৃত্তরা সমির উদ্দীন বিশ্বাস নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। নিহত ব্যক্তি হোমিও চিকিৎসক ছিলেন। নিজ চেম্বারেই তাঁকে অজ্ঞাতপরিচয় কে বা কারা খুন করেছে বলে পরিবার ও পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৪০ বছর ধরে হোমিও চিকিৎসায় নিয়োজিত ছিলেন সমির উদ্দীন। তিনি ১৯৯৩ সালের দিকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিন/চার বছর আগে সমির আবারও ইসলাম ধর্ম গ্রহণ করেন। দুপুর ৩টার দিকে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা ওসির। কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ওসি।
নিহত সমিরের ফুফাতো ভাই আব্দুল আজিজ মাস্টার জানান, প্রতিদিনের মতো স্থানীয় বাজারে আব্দুল খালেক মার্কেটের নিজ চেম্বারে রোগী দেখছিলেন সমির। দুপুরের দিকে স্ত্রী রেবেকা তাঁকে খাবার খাইয়ে বাড়ি ফিরে যান। তিনি আরো জানান, কে বা কারা তার বুঁকে দুটি ছুরিকাঘাত করে হত্যা করেছে।
নিহতের ছেলে মনিরুল ইসলাম বলেন, ‘বিকেল ৪টার দিকে আমরা চেম্বারে গিয়ে দেখি বাবা উপুড় হয়ে পড়ে আছেন। বাবা বহুদিন ধরেই খ্রিস্ট ধর্ম প্রচার করতেন। সম্প্রতি তিনি আবারও ইসলাম ধর্মে ফিরে আসেন।’
এলাকাবাসী জানায়, বাজারের মসজিদে নিয়মিত নামাজ পড়তেন নিহত সমির।