নেত্রকোনায় আমন চাল সংগ্রহ শুরু

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ছবি : এনটিভি

নেত্রকোনায় শুরু হয়েছে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড.তরুণ কান্তি শিকদার।

সদর খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিজ উদ্দিন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজি এইচ আর খান পাঠান সাখি, সম্পাদক উজ্জ্বল সাহা, জেলা খাদ্য পরিদর্শক সমিতির সম্পাদক এরশাদুর রহমান খান, নেত্রকোনা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল কুমার দত্ত, সহকারী উপ-খাদ্য পরিদর্শক হাসান তারিকুর রহমানসহ জেলার বিভিন্ন চালকলের মালিকসহ অন্যরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রমিজ উদ্দিন জানান, জেলার হাওড় উপজেলা খালিয়াজুরী বাদে অন্য নয়টি উপজেলায় এবারের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৭৫৮ মেট্রিক টন। এর মধ্যে সদর খাদ্য গুদামে দুই হাজার ৪৩৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানান সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। প্রতিকেজি চালের নির্ধারিত মূল্য ৩১ টাকা।