প্রধান বিচারপতি বললেন
বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়েছে দেশ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি : এনটিভি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে দেশ। বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন।’
আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরো বলেন, আপসের নামে বিচার যাতে বিলম্বিত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে চলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এলাকাভিত্তিক উন্নয়ন ও সহযোগিতার কথা বলেছেন, তাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা অংশীদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।