আখেরি মোনাজাতে শরিক হলেন খালেদা জিয়া
লাখো মুসল্লির সাথে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টঙ্গীতে ইজতেমা ময়দানে না গেলেও আজ রোববার তাঁর গুলশানের বাসভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, মোনাজাতে অংশ নিয়ে মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন খালেদা জিয়া।
মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ বেলা ১১টা ৭ মিনিটে শুরু হয়ে শেষ হয় ১১টা ৩২ মিনিটে।
মোনাজাতে, বিশেষ করে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়। ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সা’দ এ মোনাজাত পরিচালনা করেন।
প্রথম পর্যায়ের ইজতেমায় দেশের ১৭টি জেলার মুসল্লিরা অংশ নেন। অন্য জেলার মুসল্লিরা ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের ইজতেমায় অংশ নেবেন। এ বছর ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন। আগামী বছর বাকি ৩২ জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন।
স্থান সংকুলান ও পরিবহন সমস্যার পরিপ্রেক্ষিতে ২০১১ সাল থেকে দুটি পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।