ভাঙনের ভয়ে প্রলাপ বকছেন বিএনপির নেতারা : হানিফ
বিএনপি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। দলের ভাঙনের ভয়ে বিএনপির নেতারা প্রলাপ বকতে শুরু করেছেন বলেও মনে করেন তিনি।
আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সোমবারের জনসভার প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
হানিফ বলেন, ‘বিএনপি তো আজকে দেউলিয়া হয়ে গেছে। বিএনপির মধ্যে এখন তাদের ভাঙনের একটা ভয়ের কম্পন ঢুকে গেছে। এই ভয় থেকেই আজকে মির্জা ফখরুলসহ বিএনপির অনেক নেতারাই পাগলের প্রলাপ বকছেন। তাঁরা তাঁদের এই ভাঙন ঠেকানোর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না।’
অতীতের মতো আওয়ামী লীগ সব সময়ই সুসংগঠিত বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগ দেশের আপামর জনগণের প্রাণের দল। এই দল কখনোই দেউলিয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।