ভেড়ামারা বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর ‘পদত্যাগ’
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। আজ সোমবার সকালে বিবৃতিটি সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হয়।
পদত্যাগী নেতাকর্মীরা বলেছেন, ভেড়ামারা উপজেলা ও পৌরসভা বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন থেকে তাঁরা পদত্যাগ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার-উল আজিম বাবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবর রহমান বাবু মণ্ডলের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম দলের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য কাজ করেছেন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উল্লেখিত নেতারা এর দায়ভার বহন করবেন না। এ জন্য বিবৃতিতে উল্লেখিত নেতারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানানো হয়।
এ ব্যাপারে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।