টাইগারদের জয়ে ট্রাকে করে মিষ্টি বিতরণ

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ে মেহেরপুরে ট্রাকে করে মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মেয়র আলহাজ মো. মুতাছিম বিল্লাহ মতু পৌর চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এরপর ট্রাকে করে পৌরসভায় প্রধান সড়কের পাশে অবস্থিত দোকানি ও লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
মেয়র জানান, গতকালের শ্বাসরুদ্ধকর এ জয়ে সারা দেশের মতো উল্লাসে মেতে ওঠে মেহেরপুরও। সন্ধ্যায় ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন রুবেলের বলে বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নানা বয়সের মানুষ চিৎকার করতে করতে বাড়িঘর, ক্লাব ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। খণ্ড খণ্ড মিছিলে পুরো শহর মিছিলের শহরে পরিণত হয়। পৃথকভাবে মেয়েরাও মিছিল করেছে মহল্লায় মহল্লায়।এ সময় তারা ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে স্লোগান দেন। সেই আনন্দ উৎসবের পূর্ণতা আনতে দেশপ্রেমের প্রেরণায় আজ মঙ্গলবার পৌর এলাকায় ১০ হাজার মিষ্টি বিতরণ করা হয়েছে।
মেহেরপুর পৌর এলাকার বড়বাজার মোড় থেকে কোর্ট রোড পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানের লোকজন ও পথচারীদের মাঝে ট্রাকে করে মিষ্টি বিতরণ করা হয়।
মেয়র জানান, প্রতিটি ৬ টাকা করে মোট ৬০ হাজার টাকার মিষ্টি বিতরণ করা হয়েছে। পৌরসভার আপ্যায়ন ও নিজস্ব খাত থেকে এ টাকা দেওয়া হবে। তিনি বলেন, ‘এ খেলা আমাদের শিখিয়েছে দেশপ্রেম সবকিছুর ঊর্ধ্বে।’ তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বারবার ইনজুরি থেকে ফিরে এসেও তিনি যা খেললেন তা দেশপ্রেমের নজির হয়ে থাকবে।’