কক্সবাজার থেকে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের কলাতলী থেকে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়।
কক্সবাজার কোস্টগার্ড স্টেশন কমান্ডার আলী আক্তার বলেন, গোপন সংবাদ ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে অবস্থান নেয়। এ সময় সাগরের একটি ফিশিং ট্রলারকে সন্দেহ হলে এর গতিরোধ করা হয়। এরই মধ্যে পালিয়ে যায় মাঝিরা। পরে ওই ট্রলার তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৫ হাজার ইয়াবা।