প্রমাণিত হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : আইজিপি
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী নির্যাতনের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আইজিপি বলেন, রাব্বী নির্যাতনে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের অবস্থা জিরো টলারেন্স (শূন্য সহনশীল)।
গত শনিবার রাতে রাব্বীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করে মোহাম্মদপুর থানার একটি টহল দল। এ ঘটনায় গত সোমবার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে ক্লোজ করা হয়েছে।
আইজিপি শহীদুল হক বলেন, দেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে বন্ধু সুলভ।
পুলিশপ্রধান বলেন, ‘দেশ ও সমাজের সব স্তরে নিরাপত্তা নিশ্চিত করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে পুলিশ ও জনতার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছিল। তাঁরই আহ্বানে পুলিশ ও জনতা কাছাকাছি এসেছিল।’
নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. এনামুল হক, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শামসুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আকতার, মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, পুলিশিং কমিটির নেতাদের মধ্যে অ্যাডভোকেট শহিদ হাসান সিদ্দিকী স্বপন, অধ্যাপক মো. নজরুল ইসলাম, এটিএম বদিউল আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাকার অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্তি মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার শামসুদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
আইজিপি আরো বলেন, একটি সুন্দর, সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে সামাজিক ব্যাধিগুলো দূর করতে হবে। মাদকের অপব্যবহার, নারী নির্যাতন, ইভ টিজিং, বাল্যবিবাহ রোধ, যৌতুক ইত্যাদি সামাজিক ব্যাধি নির্মূল করতে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জঙ্গিবাদের বিষয়ে শহীদুল হক বলেন, বাংলাদেশ জঙ্গিবাদের উর্বর ভূমি নয়। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। ইসলামের নামে বিভিন্ন নাম ব্যবহার করে পৃথিবীতে জঙ্গিবাদের নানা সংগঠন গড়ে উঠেছে।