ঝিনাইদহে নসিমন উল্টে শ্রমিক নিহত, আহত ২
ঝিনাইদহের নগরবাথান বাজারে নসিমন উল্টে আবুল কাশেম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মেহেরপুরের মুজিবনগর উপজেলার কমরপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মেহেরপুর জেলার মুজিবনগর থেকে করাত কলের শ্রমিকরা নসিমনে করে মাগুরা যাচ্ছিলেন। ঝিনাইদহের নগরবাথান বাজার এলাকায় পৌঁছালে নসিমনটি সড়কের গতিরোধকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ওই নসিমনে থাকা তিনজন গুরুতর আহত হন।
ঝিনাইদহের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শ্রমিকদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত বলে ঘোষণা করেন। আহত মিজান ও ঝন্টু বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।