ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল
ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতি হওয়া বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার সকালে এ রুল জারি করেন।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে প্রাণহানির পাশাপাশি ওই এলাকার অবকাঠামো ও উপকূল রক্ষা বাঁধের ব্যাপক ক্ষতি হয়।
রুলে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো নির্মাণে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে ক্ষতি হওয়া বাঁধ মেরামতের জন্য পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), অর্থ, পরিকল্পনা, স্থানীয় সরকার ও ভূমি সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট দায়েরকারী আইনজীবী মনজিল মোরসেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘সিডর ও আইলায় দক্ষিণাঞ্চলীয় বরগুনা, বাগেরহাট, পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না করায় হাজার হাজার মানুষ লবণাক্ত পানির মধ্যে বাস করছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে এ বিষয়ে আমরা রিট করলে আদালত এ রুল জারি করেন।’
ক্ষতিগ্রস্ত বাঁধের কারণে লবণাক্ত পানিতে বাস করতে হচ্ছে মানুষকে- এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে গত ২ মার্চ বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।