নওগাঁয় আদিবাসী পরিষদের মানববন্ধন

Looks like you've blocked notifications!
সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে আজ সোমবার নওগাঁ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ। ছবি : এনটিভি

সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

আজ সোমবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা,  অর্থবিষয়ক সম্পাদক সুধীর তির্কী, উপদেষ্টা ময়নুল হক মুকুল, জয়নাল আবেদীন মুকুল, একুশে পরিষদের সহসাধারণ সম্পাদক নাইস পারভীন, আদিবাসী ছাত্র পরিষদের নেতা হরিদাস পাহান, নিরঞ্জন পাহান, আতিক রহমান, আরেফিন মাহমুদ, গাবরিয়েল এক্কা প্রমুখ।