মেহেরপুরে টেকসই স্যানিটেশন প্রযুক্তি ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ

মেহেরপুরে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে টেকসই স্যানিটেশন প্রযুক্তি ও ব্যবসা সম্প্রসারণবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের সিবিএসডিপি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মেহেরপুর জেলার নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ, আশার উপপরিচালক (ওয়াটার অ্যান্ড স্যানিটেশন) মো. আবু হাসনাত চৌধুরী ও জেলা ব্যবস্থাপক খন্দকার মো. আলাউদ্দিন।
কর্মশালায় আশার বিভিন্ন শাখার ব্যবস্থাপক ছাড়াও আঞ্চলিক ব্যবস্থাপক, স্যানিটেশন কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আশার কর্মকর্তারা জানান, আশা ২০১৪-১৫ অর্থবছরে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কার্যক্রমের আওতায় ২৪টি জেলায় মোট ৭২০ জন স্যানিটেশন উদ্যোক্তা বা ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরই মধ্যে ১৬টি জেলায় ৫২৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা সমাজের দরিদ্র পরিবারের কাছে স্বল্পমূল্যে উন্নত প্রযুক্তির শৌচাগার বিক্রি বা স্থাপন করার মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ শুরু করেছে। এরই মধ্যে স্বল্পসুদে তিন কোটি ৬১ লাখ টাকার স্যানিটেশন ঋণ বিতরণ করা হয়েছে। জেলায় ১৯টি ব্রাঞ্চের মাধ্যমে স্যানিটেশন ও ঋণ কার্যক্রম ছাড়াও স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।