মেট্রোরেলের পক্ষে-বিপক্ষে মুখর ঢাবি

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝ দিয়ে মেট্রোরেলের পথের বিরুদ্ধে আজ মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল বের হয়। ছবি : ফোকাস বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝ দিয়ে মেট্রোরেলের পথ নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের একপাশে সাধারণ শিক্ষার্থী এবং অন্য পাশে ছাত্রলীগের একটি অংশ অবস্থান নিয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন বলেন, ‘আমরা মেট্রোরেলের বিরোধী নই। আমরা মেট্রোরেলের পক্ষে। তবে বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে মেট্রোরেল আমরা চাই না। আমরা বিকল্প রুট চাই। আমরা কখনো উন্নয়নবিরোধী নই। যদি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট হয় তাহলে এ উন্নয়ন আমরা চাই না।’

অন্য আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে মেট্রোরেল গেলে আমাদের ঐতিহ্য নষ্ট হবে। নষ্ট হবে চারুকলা, রাজু ভাস্কর্য, তিন নেতার মাজার, দোয়েল চত্বরের মতো স্থাপনাগুলো। টিএসসি হারাবে তার সাংস্কৃতিকবলয়। বহিরাগতদের আনাগোনায় নষ্ট হবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।’

এ সময় ‘ঢাবির বুক চিরে, মেট্রোরেল হবে না’, ‘দাবি মোদের একটাই, বিকল্প রুট চাই’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো টিএসসি এলাকা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা টিএসসি থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কলাভবন, লাইব্রেরি এলাকা ঘুরে ফের টিএসসিতে গিয়ে শেষ হয়। তারপরই তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে মেট্রোরেলের রুট বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজু ভাস্কর্যের সামনে তারাও অবস্থান কর্মসূচি পালন করেন।

ছাত্রলীগের কর্মীরা তাঁদের অবস্থানের পক্ষে জানান, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থী যাঁরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে থাকেন, তাঁরা অনেক সময় যানজটের কারণে ক্লাসে সময়মতো উপস্থিত হতে পারেন না। মেট্রোরেল হলে তাঁদের এ সমস্যার সম্মুখীন হতে হবে না। 

চৈতালী, ক্ষণিকা, ফাল্গুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাসের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।