সমাজবিজ্ঞানী ও গবেষক ড. লেনিন আজাদ আর নেই
সমাজবিজ্ঞানী, লেখক ও গবেষক ড. লেনিন আজাদ আর নেই। আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের মনিপুরের নিজ বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি দীর্ঘদিন কিডনিজনিত অসুখে ভুগছিলেন। লেনিন আজাদকে তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডের দুর্লভপুরে কবর দেওয়া হবে। তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
ড. লেনিন আজাদ ১৯৮০ সালে বিপ্লবী ছাত্র মৈত্রীতে যোগ দেন।এরপর বাংলাদেশের কমিউনিস্ট লীগের রাজনীতির একজন সক্রিয় কর্মী হিসেবে সংগঠনের কার্যক্রমে যুক্ত হন। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর সমাজবিজ্ঞান, ইতিহাস ও রাজনীতি নিয়ে বেশ কিছু গ্রন্থ রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো মোঘল আমলে বাংলার কৃষি কাঠামো, বিপন্ন বাংলাদেশ ও উন্নয়নে এনজিও মডেল। এ ছাড়া বাংলা একাডেমি প্রকাশিত ড. আতিউর রহমান সম্পাদিত ‘ভাষা আন্দোলনের আর্থ-সামাজিক পটভূমি’ গ্রন্থে তাঁর লেখা রয়েছে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসের (বিআইডিএস) রিসার্স ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ড. লেনিন আজাদ সাজ সামজ বিপ্লব আন্দোলনের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন।