রাজশাহীর ৫ জয়িতাকে সম্মাননা
অর্থনীতি, শিক্ষা, সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় রাজশাহী বিভাগে পাঁচজন জয়িতাকে স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। আজ বুধবার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এবারের নির্বাচিত জয়িতারা হলেন অর্থনীতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধুলাপাড়া গ্রামের মিনতি রানী, শিক্ষায় রাজশাহীর তানোর উপজেলার হরিদেবপুর গ্রামের ফিরোজা খাতুন, সফল জননী নাটোরের লালপুর উপজেলার কাজীপুকুর গ্রামের রহিমা খাতুন, নির্যাতনের শিকার হয়েও নিজের চেষ্টায় স্বাবলম্বী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্র গ্রামের নার্গিস আক্তার ও সমাজ উন্নয়নে রাজশাহীর বাঘা উপজেলার বড়ছয়ঘাটি গ্রামের শরীফা খাতুন।
বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আকতার জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান সজল, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম।
জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের নারীদের অনুপ্রাণিত করতে মহিলাবিষয়ক অধিদপ্তর এ পুরস্কার দেয়। রাজশাহী বিভাগের আট জেলার ৪০ জন জয়িতার মধ্যে আজ পাঁচজনকে বিভাগীয় পর্যায়ে সেরা জয়িতার সম্মাননা জানানো হয়। এ পাঁচ সেরা জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।