শাহরাস্তি পৌর নির্বাচনে ৬৮ জনের মনোনয়ন দাখিল
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে পাঁচজন, সংক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মোস্তফা কামাল, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হাজি আবদুল লতিফ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শাহরাস্তি পৌরসভার ১২টি ওয়ার্ডে ২৬ হাজার ৩৮ জন ভোটার রয়েছে। আগামী ৩০ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।