পৃথিবীর শ্রেষ্ঠ ১০ রাষ্ট্রপ্রধানের মধ্যে শেখ হাসিনা

পৃথিবীর শ্রেষ্ঠ ১০ রাষ্ট্রপ্রধানের মধ্যে শেখ হাসিনা একজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সিলেটের মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার দুপুরে আয়োজিত কীর্তিমান শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, শেখ হাসিনাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়া তৈরির রাষ্ট্রনায়কদের সঙ্গে তুলনা করা হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই সফলতাকে সুদৃঢ় করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিচারপতি খিজির আহমদ, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এতে সভাপতিত্ব করেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
প্রধান বিচারপতি আরো বলেন, ‘বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো এগিয়ে যাচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর পরিকল্পনা এবং অর্থনৈতিক উন্নয়নের অদম্য ইচ্ছা। আরো ২০ বা ৩০ বছর পর উন্নত দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।’