বনভোজনে অতিরিক্ত মদ্যপান, তিনজনের মৃত্যু
নওগাঁর বদলগাছীর এনায়েতপুর গ্রামে বনভোজনে গিয়ে অতিরিক্ত মদ্যপান করে তিন ব্যক্তি মারা গেছেন। একই ঘটনায় আরো চারজন অসুস্থ হয়ে পড়েছেন।
আজ শনিবার এ ঘটনা ঘটে। এতে হতাহত সাতজনের পরিচয় জানা যায়নি। তাঁরা নওগাঁ সদর ও বদলগাছীর বলে জানা গেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, গতকাল শুক্রবার রাতে অতিরিক্ত মদ্যপান করে সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। এঁদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে গেলে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলা হয়। পরে রাজশাহী যাওয়ার পথে তাঁরা মারা যান।