সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

সরকারবিরোধী আন্দোলনের সময় হরতাল-অবরোধে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ি থেকে পুলিশ আবদুল আলিমকে গ্রেপ্তার করে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক জানান, আটক আলিমের বিরুদ্ধে নাশকতা-ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে, ‘মিথ্যা’ মামলায় ছাত্রদল নেতা আলিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুগ্ম আহ্বায়ক মুরাদ্দুজামান মুরাদ ও মিলন হক রঞ্জু।