চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

চট্টগ্রামে সশস্ত্র হামলার অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় শ্লীলতাহানিসহ পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন নূরজাহান আক্তার জুলি নামের এক নারী।
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জুলি বলেন, ‘কিছুদিন আগে আমার ভাই রাসেলকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন যুবক হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে একটি হাত অকেজো করে দেয়। এ ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে হামলাকারীদের পক্ষ নিয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বড়ুয়া আমাদের হুমকি দেওয়াসহ নানাভাবে চাপ দিতে থাকেন।’
জুলি আরো জানান, মামলা তুলে না নেওয়ায় গত ১৪ জানুয়ারি বিকেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বড়ুয়া ঘরে ঢুকে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তখন ওসি রঞ্জিতের পায়ে পুলিশের বুট ছিল বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে পুলিশসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন জুলি।