আরাফাত রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফখরুলের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এ সময় ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে শ্রদ্ধা জানান ও দোয়ায় অংশ নেন। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন।
পরে এ উপলক্ষে বনানী কবরস্থানেই গরিব-দুঃখী, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন মির্জা ফখরুল।
গত বছরের এই দিনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো।