আশা করি, খালেদা জিয়া ভদ্রভাবে সারেন্ডার করবেন : প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভদ্রভাবে আদালতে গিয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে চলমান হরতাল-অবরোধে সহিংসতায় আগুনে দগ্ধ হয়ে নিহতদের স্বজন, আহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়ার পর এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ওই অনুষ্ঠানে নিহত চারজনের পরিবারের সদস্য, আহত ৩৩ জন এবং ক্ষতিগ্রস্ত ২৭০টি যানবাহনের ১৯৯ জন মালিককে মোট পাঁচ কোটি ৪২ লাখ টাকা দেওয়া হয়। চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ নিয়ে তিন দফায় মোট ১৪ কোটি ৬২ লাখ টাকা অনুদান দেওয়া হলো।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রীর যত রাগ সব সাধারণ মানুষের ওপর। মানুষের অভিশাপেই ওরা শেষ হয়ে যাবে। আর আইনগত যেটা করার, অবশ্যই রাষ্ট্র সেটা করবে, আমরা সেটা করব। আমি জানি, আপনাদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা হয়তো আমাদের নেই। কিন্তু আমি চেষ্টা করছি। কারণ, আমার রাজনীতি তো এ দেশের মানুষের জন্য। আমি রাজনীতি করি আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য। আমার রাজনীতির একটাই উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে, আর্থিক সচ্ছলতা পাবে।’
২০-দলীয় জোট বিনা কারণে দিনের পর দিন অবরোধ ও হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মারছে উল্লেখ করে এসব কাজ থেকে বিরত থাকার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আশা করি যে উনি আইন-আদালত মানবেন। ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু (পরোয়ানা জারি) হয়েছে। উনি ভদ্রভাবে যেয়ে কোর্টে সারেন্ডার (আত্মসমর্পণ) করবেন। এটাই ভদ্রলোকের নিয়ম। কারণ, উনি যদি কিছুই না মানতে চান, তাহলে এ দেশের মানুষ তো ছেড়ে দেবে না। এ দেশের মানুষের সামনে কখনো আর যেতে পারবে না। কারণ, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কোনো অপরাধ ছিল না।’